গণেশের ১০৮ নাম PDF | Ganesh 108 Names in Bengali PDF Download link is available at bottom of this post. You Can Download গণেশের ১০৮ নাম PDF | Ganesh 108 Names in Bengali PDF with just one click.
PDF Name | গণেশের ১০৮ নাম PDF |
No. of Pages | 2 |
PDF Size | 170 kb |
Language | Bengali |
Tags | Ganesh Puja |
PDF Category | Religion & Spirituality |
Published/Updated | March 16, 2022 |
Source / Credits | banglapdf.in |
Uploaded By | MyPdf |
DOWNLOAD গণেশের ১০৮ নাম PDF
আপনি কি গণেশের ১০৮ নাম PDF খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। এখানে আপনি গনেশের প্রণাম মন্ত্র, গনেশের অষ্টশত নাম, গনেশের ধ্যান মন্ত্র, সম্পর্কিত সমস্ত কিছু তথ্য এক ক্লিকেই পেয়ে যাবেন।
DWONLOAD: শনিদেবের পাঁচালী কথা PDF
গনেশের প্রণাম মন্ত্র
ঔঁ দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দকণাকণাঃ বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজরেণবঃ।
গণেশের ১০৮ নাম PDF
- গনেশ আমার নাম রাখেন পাবক।
- গণাধিপ নাম মোর দিলেন ত্র্যম্বক।
- গণ নাম রাখে মোর যত সিদ্ধগণ।
- গনাগ্রহী নাম দেন নমুচিসূদন ।
- গণাধ্যক্ষ নাম মোর রাখে তুরাসাহ।
- গনেশ্বর মোর নাম দেন গন্ধবাহ ।
- গণনাথ নাম দেয় ভ্রাতা কার্তিকেয়।
- গণদেবেশ্বর নাম দেন রৌহিনেয় ।
- গনচলবাসী নাম দিলেন ভাস্কর।
- গণনায়ক নাম মোরে দেন ক্ষপাকর ।
- গণরাজ নাম দিয়াছেন বিরূপাক্ষ।
- গণকর্ত্তা নাম মম দেন সহস্রাক্ষ ।
- গণপতি নামে ডাকেন পিতা স্মরহর।
- গজানন নাম মোরে দেন দামোদর ।
- গৌরসুত নাম মোর দিয়াছেন তারা।
- গজকর্ন নাম মোর দিয়েছেন তারা।
- গজবক্ত্ৰ নাম মোরে দানিলেন মনু।
- বিনায়কেশ-পুত্র নাম রাখিলেন ভানু ।
- গুহাগ্রজ নাম মম দেন সুরপতি।
- সুরাগ্রজ নাম মোর দেন বৃহস্পতি ।
- উমাপুত্র নাম মোর দেন মেনারনী।
- বিঘ্ন-বিনাশন নাম দেন অব্জযোনি ।
- বিঘ্নরাজ নাম রাখেন বৃহতিসুদন।
- বিঘ্নকর্ত্তা নাম দেন রুক্মিণী-রমণ।
- বিঘ্নহারী নাম মোরে দেন ত্রিপুরারি।
- বিঘ্ন-বিনায়ক নাম দেন শম্বরারি।
- বিঘ্নসিদ্ধি নাম মোরে দেন কংসারাতি।
- বিঘ্নেশ আমার নাম দেন প্রজাপতি।
- বিঘ্ন-বিনাশক নাম দেয় খগেশ্বর।
- বিঘ্নহর্ত্তা নাম মোরে দেন নগেশ্বর।
- পার্ব্বতীপ্রিয় নন্দন নাম দেন মাতামহী।
- হরসুনু নাম মোর রাখিলেন মহী।
- হেরম্ব আমার নাম দিলেন ইন্দিরা।
- স্থুলকর্ন নাম মোরে দেন চারুধারা।
- দেবদেবেশ নাম মোর দিয়েছেন জিষ্ণু।
- স্কন্দাগ্রজ নাম মোরে দানিলেন বিষ্ণু।
- মহাকায় নাম মোরে দেন কাত্যায়ন।
- প্রিয়ঙ্কর নাম মোর রাখে নারায়ণ।
- কাম-অরিসুনু নাম রাখেন হারিত।
- রুদ্রপ্রিয় নাম মোরে দিলেন লিখিত।
- সুমুখ আমার নাম রাখেন সম্বর্ত।
- সর্ব্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত্ত।
- সুলেখক নাম মোরে দিয়েছেন ব্যাস।
- ভারত-লেখক নাম দিয়েছে কৈলাস।
- ভালচন্দ্র নাম মোরে দিয়েছে উষনা।
- অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা ।।
- চন্দ্রমৌলি নাম মোরে দিয়েছে দম্ভোলি।
- মূষিকাবাহন নাম দিয়াছি মাতলি।
- ব্রজতুন্ড নাম মোরে দেন ব্রজাশনি।
- সদাদান নাম মোর দেন বীণাপানি।
- পাশহস্ত নাম দেন ইন্দ্রায়ুধ শম্ব।
- শুভদাতা নাম মোর দেন অপস্তম্ব।
- ত্রিলোচলন নাম মোরে দিয়েছেন অত্রি।
- চতুর্ভুজ নাম দেন মাতা জগদ্ধাত্রী ।
- একদন্ত নাম মোর রাখে ঐরাবত।
- বিকট আমার নাম রাখেন মরুত ।
- সিদ্ধি নাম রাখে মোর মহর্ষি গৌতম।
- সিদ্ধিসেনাগ্রজ নাম রাখে ঋষি যম।
- সিদ্ধিদাতা নাম মোর রাখে বিষ্ণুরথ।
- সিদ্ধি-বিনায়ক নাম রাখে শতাতপ।
- সিদ্ধিযোগী মোর নাম রাখে বাচস্পতি।
- সিদ্ধসাধক নাম মোর রাখে পশুপতি।
- সিদ্ধিরূপ নাম মোরে দেন সুরজ্যেষ্ঠ।
- সিদ্ধদেব সুনু নাম রাখে গ্ৰহশ্রেষ্ঠ।
- যজ্ঞসিদ্ধি মোর নাম রাখিলেন ত্রুতু।
- মন্ত্রসিদ্ধি নাম মোরে দানেন কপিল।
- যোগসিদ্ধি নাম মোরে দানেন কপিল।
- জপসিদ্ধি নাম রাখে বসু যে অনিল।
- দানসিদ্ধি নাম দেন দৈত্যরাজ বলি।
- কর্ম্মসিদ্ধি নাম মোর রেখেছেন শূলী।
- কামসিদ্ধি নাম রাখে দত্তাত্রেয় ঋষি।
- তপঃসিদ্ধি রাখে নাম শান্ডিলা-মহর্ষি।
- সর্ব্বসিদ্ধিদাতা নাম রাখেন দেবর্ষি।
- সর্ব্বজ্ঞ দানেন নাম জনক রাজর্ষি।
- স্বস্তিদঃ আমার নাম রাখিলেন দক্ষ।
- ঋদ্ধিদঃ আমার নাম দানেন ঋভুক্ষ।
- ঋতজ্ঞান নাম মোর দানেন বিরিঞ্চি।
- ঋতধাম নাম মোর দিলেন মরীচি।
- ঋতম্ভৱা মোর নাম দেন পাতঞ্জল।
- ঋতম দিলেন নাম সপ্তর্ষি মন্ডল।
- সত্যম আমার নাম রাখেন পুলহ।
- গুণাতীতম নাম মোরে দেন পিতামহ।
- পুরুষম আমার নাম দিলেন পুলস্তা।
- কৃষ্ণপিঙ্গলম নাম মোরে দানেন অগস্তা।
- শুদ্ধাত্মা আমার নাম দিলেন কর্দ্দম।
- মহামৃত্যুসূত নাম দানিলেন যম।
- ভক্তবৎসল নাম মোর রাখিল ইন্দ্রানী।
- সর্ব্বভীষ্টপ্ৰদ নাম রাখেন রোহিনী।
- শৈলসুতাসূত নাম দেন হিমালয়।
- ভক্তের পরমগতি নাম দেন মৃত্যুঞ্জয়।
- দ্বিরদানন নাম মোরে দেন খগেশ্বর।
- সর্ব্বশুভঙ্কর নাম দানেন শঙ্কর।
- বিনায়ক নাম মোরে দেন বিনায়িকা।
- দ্বৈমাতুর নাম মোরে দিলেন চন্ডিকা।
- বরেণ্য আমার নাম দিলেন ভার্গব।
- ভর্গ এই নাম মোরে দিয়াছেন রমা।
- অক্ষর আমার নাম দিয়েছে আর্য্যমা।
- নিত্যমুক্তস্বভাব নাম দিয়াছেন রমা।
- ব্রহ্মবর্চ্চস নাম দেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ।
- ব্রহ্মভূয় নাম মোর দেন সুরজ্যেষ্ঠ।
- ব্রহ্মযোগ নাম মোরে দেন বিশ্বামিত্র।
- সুব্রহ্মণ্যাগ্রজ মোর নাম রাখে মিত্র।
- প্রনবস্বরূপ আমি হয় সনাতন।
- অদ্বৈতস্বরূপ আমি জগৎকারণ।
- অন্তর্য্যামিস্বরূপ আমি হই ব্রহ্মরূপ।
- জ্যোতির্য্যোতিস্বয়ংজ্যোতি পূর্নব্রহ্মস্বরূপ।
DOWNLOAD: সরস্বতী পূজার মন্ত্র PDF
সুতরাং, আর অপেক্ষা না করে নিজের দেওয়া লিংক থেকে টি Download করুন।
You can download the গণেশের ১০৮ নাম PDF the link given below:
Report This: If you have any problem with this pdf such as broken link/copyright material please feel free to contact us.
Pingback: [PDF] হনুমান চালিশা PDF | Hanuman Chalisa in Bengali pdf